জেলা সদরের সাথে বাস, সিএনজি অটোরিক্সার মাধ্যমে যোগাযোগ রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে ভ্যান, গরুর গাড়ী, ভাড়ায় টানা মোটরসাইকেল, ভটভটি ইত্যাদির মাধ্যমে যাতায়াত করা যায়। বর্ষাকালে বিস্তির্ন এলাকায় নৌকায় যাওয়া যায়। তাড়াশ উপজেলার কোথাও রিক্সা দেখা যায় না।
যোগাযোগঃ
পাকা সড়ক (কি.মি.)
আধাপাকা সড়ক (কি.মি)
কাচা সড়ক (কি.মি.)
বাধের উপর সড়ক (কি.মি)
মোট সড়কপথ
(কি.মি.)
১১৫.৩১
১২.৪৩
৪৪১.৪৯
১২
৫৬৯.২৩
তাড়াশ উপজেলায় কোন রেলপথ নেই। রাজধানী ঢাকারসাথে সরাসরি কোন যোগাযোগ নেই।