ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজার | সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহী রোডে যাওয়ার সময় মহিষলুটি নামক স্থানে নেমে মোটর সাইকেল বা ভ্যান বা ভটভটি করে নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রাঃ) এর মাজার শরীফে যাওয়া যায়। | |
২ | বেহুলার কূপ | তাড়াশ বাজার হতে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি যোগে বিনসাড়া নামক স্থানে বেহুলার কূপ দেখতে যেতে পারেন। | |
৩ | ঐতিহাসিক চলনবিল | সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় চলনবিল অবস্থিত। তবে মুল চলনবিলের সৈন্দর্য্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহী রোডে যাওয়ার সময় রাস্তার দুই ধারে চলনবিলের সৈন্দর্য্য দেখতে পাবেন। |