পৌরসভা পরিচিতি
সিরাজগঞ্জ জেলার চলন বিলের কোল ঘেষা অনুন্নত পল্লী এলাকা তাড়াশ। প্রকৃতির নয়নাভিরাম সৈন্দর্য্যর সাথে চলন বিলের সচ্ছ জলরাশি তাড়াশকে এক অপরুপ রুপে সাজিয়ে দিয়েছে। তাড়াশের মাটিকে আলোকিত করেছেন জমিদার রায় বাহাদুর, ড. হোসেন মনসুর, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এর মত আরো অনেক গুনিজন। অনুনন্নত তাড়াশকে দেশনেত্রি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক ডিজিটাল ও স্মার্ট তাড়াশ গড়ার প্রত্যয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাড়াশের বুকে দেশের ৩২৮ তম পৌরসভা হিসেবে তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন উন্নয়নমুলক কাজে অসামান্য অবদান রেখে চলেছে নবগঠিত তাড়াশ পৌরসভা। নিচে তাড়াশ পৌরসভার বিভিন্ন তথ্য একনজরে তুলে ধরা হলোঃ-
০১। পৌরসভার নাম ঃ তাড়াশ পৌরসভা, সিরাজগঞ্জ।
০২। প্রতিষ্ঠার সন ঃ ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিঃ
০৩। আয়তন ঃ ২৭.৫৩ বর্গ কি.মি
০৪। পৌরসভার শ্রেণী ঃ “ গ ”
০৫। ওয়ার্ড সংখ্যা ঃ ০৯ (নয়) টি।
০৬। মহল্লার সংখ্যা ঃ ১৬ টি।
০৭। মোট জনসংখ্যা ঃ ২৫,০৬৭ জন।
০৮। ভোটার সংখ্যা ঃ ১৯,২৮৭ জন।
০৯। মহিলা ঃ ১০২৭০ জন
১০। পুরুষ ঃ ৯১১৭ জন।
১১। মোট খানার সংখ্যা ঃ ৬০৪৮ টি।
১২। আবাসিক হোল্ডিং ঃ ৬৮৬১ টি।
১৩। বানিজ্যিক হোল্ডিং ঃ ৯৯০ টি।
১৪। সরকারি হোল্ডিং ঃ ৫০ টি ।
১৫। মোট হোল্ডিং ঃ ৭৯০১ টি।
১৬। ট্রেড লাইসেন্সের সংখ্যা ঃ ৯৮৫ টি।
১৭। বার্ষিক সরকারি পৌর কর ঃ ৩৬,৯৯,৪৩৮ টাকা।
১৮। বেসরকারি পৌর কর ঃ ২৬,৭৪,২৭১ টাকা।
১৯। ব্যক্তি পর্যায়ে পৌর কর ঃ ২৭,৭৩,০০০ টাকা।
২০। হাট ঃ ১ টি ।
২১। দৈনিক বাজার ঃ ১ টি।
২২। সরক বাতির সংখ্যা ঃ ২৮০ টি।
২৩। তাড়া পাম্পের সংখ্যা ঃ ১৮ টি।
২৪। কর্মজীবি ল্যাকটেটিং মাদার কার্ডের সংখ্যা ঃ ৯৮৯ টি।
২৫। বিধবা কার্ডের সংখ্যা ঃ ৪৫০ টি।
২৬। বয়স্ক কার্ডের সংখ্যা ঃ ৩০০র টি।
২৭। প্রতিবন্ধি কার্ডের সংখ্যা ঃ ১৫০ টি।
২৮। উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ ঃ ৫৫,১৪,৮০০ টাকা।
২৯। টেন্ডারকৃত প্রকল্প ঃ ১৩ টি।
৩০। রাজস্ব খাতে সরকারি বরাদ্দ ঃ ১১,১৩,৮০০ টাকা।
৩১। কর্মকর্তা-কর্মচারিদের বেতন ঃ সেপ্টেম্বর ২০২৩পর্যন্ত পরিশোধ।
৩২। বিদ্যুৎ বিল ঃ সেপ্টেম্বর ২০২৩পর্যন্ত পরিশোধ।
চিকিৎসা সংক্রান্ত তথ্য
৩৩। সরকারি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ঃ ০১(এক) টি।
৩৪। যক্ষা রোগ প্রতিরোধ ঃ ০১(এক) টি।
৩৫। বে-সরকারি ডায়াগনিষ্টক সেন্টার ঃ ০৪(চার) টি।
৩৬। বে-সরকারি চক্ষু সেন্টার ঃ ০১(এক) টি।
৩৭। জনসংখ্যা বৃদ্ধি হার ঃ ১.৪(এক দশমিক চার)%।
৩৮। গড় আয়ু (পুরুষ) ঃ ৫৭(সাতান্ন) বছর।
৩৯। গড় আয়ু (মহিলা) ঃ ৫৪(চুয়ান্ন) বছর।
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সাধারণ তথ্য
৪০। অনার্স কলেজ ঃ ০২(দুই)টি।
৪১। মোট কলেজ ঃ ০৭(সাত)টি।
৪২। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঃ ০৪(চার)টি।
৪৩। বালিকা বিদ্যালয় ঃ ০১(এক) টি।
৪৪। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঃ ০১(এক) টি।
৪৫। সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ১২(বার) টি।
৪৬। কিন্ডার গার্ডেন ঃ ০৮(আট) টি।
৪৭। কোচিং সেন্টার ঃ ২০(বিশ) টি।
৪৮। শিক্ষার হার ঃ ৮৮.০০ শতাংশ।
ব্যাংক, বীমা ও এনজিও সংক্রান্ত সাধারণ তথ্য ঃ
৪৯। ব্যাংক ঃ ০৬(ছয়) টি।
৫০। এনজিও ঃ ২০(বিশ)টি।
৫১। বীমা/ইনসুরেন্স কোম্পানী ঃ ০৫(পাঁচ) টি।
৫২। সমিতি ঃ ১০(দশ) টি।
পৌরসভার অস্থায়ী সম্পদ সংক্রান্ত তথ্য
৫৩। গার্ভেজ ট্রাক (০৩ টন) ঃ ০১ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS