গত ০৩ অক্টোবর'১২ তারিখে একটি ব্যতিক্রমধর্মী সভা অনুষ্ঠিত হয় মাধাইনগর ইউনিয়ন পরিষদ ভবনে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জনাব শরীফ রায়হান কবীর, ইউএনও, তাড়াশ। ব্যবস্থাপনায় ছিলেন চেয়ারম্যান, মাধাইনগর ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরপ্রধানগণ, এসি ল্যান্ড, ওসি সহ মাধাইনগর ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল দপ্তর প্রধানগণ তাদের নিজ-নিজ দপ্তরের কার্যাবলী সম্পর্কে জনগনকে অবহিত করেন। এবং সেবা সংশ্লিষ্ট বিয়য়ে কোন অভিযোগ কিংবা কোন প্রশ্ন থাকলে তা জানতে চান। এভাবে প্রায় তিনঘন্টাব্যপী অনুষ্ঠান চলে। ইউএনও তার বক্তব্যে বলেন যে, এভাবে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই ধরণের সভা অনুষ্ঠিত হবে। জনগনের দোরগোরায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এবং জবাবদিহিতামূলক স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচী গ্র্রহণ করা হয়েছে। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস