Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সর্বজনীন পেনশন সংক্রান্ত তথ্য জানতে ভিজিট করুন: www.upension.gov.bd


ছবি
শিরোনাম
ফসলি জমির মাঠ,তাড়াশ
বিস্তারিত

 

তাড়াশ উপজেলার দুই তৃতীয়াংশ চলনবিল অধ্যুষিত। বছরের ৪-৫ মাস পানি থাকলেও বাকী সময় মাঠ ফসলে পরিপুর্ণ থাকে। ধান এখানকার প্রধান ফসল। বর্ষায় এখানে অনেক দেশী বিদেশি পাখির আনাগোনা হয়। তখন বিলের চিত্রই হয়ে ওঠে লাবণ্যময়। সরিষা মৌসুমে চলনবিলের আবাদযোগ্য জমিতে সরিষা ফুলে হলুদ হয়ে থাকে। সরিষা ফুলকে কেন্দ্র করে করে চলে মৌ চাষ। মৌচাষের ফলে তাড়াশে ভেজালমুক্ত মধু পাওয়া যায়। আর এই ভেজালমুক্ত মধুকে কেন্দ্র করে ওঠে লাভ জনক ব্যবসা। এতে এলাকার লোকেরও কর্মসংস্থানের সৃষ্টি হয়। এছাড়া উর্বর মাটি হওয়ায় তাড়াশ উপজেলার জমি কখনও পতিত পরে থাকে না। ধান, গম, ভুট্টা, সরিষা, আলু, পেয়াজ, রসুন, তরমুজসহ বিভিন্ন প্রকারের ফসলাদী উৎপাদন হয় তাড়াশ উপজেলায়। স্থানীয় চাহিদা পুরণ করে অতিরিক্ত ফসলাদী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়।