তাড়াশ উপজেলার ৬ নং তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ বাজারের মধ্যে অবস্থিত গোবিন্দ মন্দির হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য গুরুত্বপুর্ণ ধর্মীয় স্থাপনা। অত্র অঞ্চলের সর্ববৃহৎ এবং প্রাচীণ মন্দির। জমিদারী আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। জানা যায়, তৎকালীন হিন্দু প্রধান তাড়াশের জমিদার বনওয়ারী লাল রায় বাহাদুর ১১০৫ বঙ্গাব্দে মন্দিরটি নির্মাণ করেন। এটি উপজেলা শহরের কেন্দ্রস্থলে তাড়াশ প্রেসক্লাব থেকে ১০০ গজ উত্তর-পশ্চিমে অবস্থিত। ২ একর ৬ শতক জায়গা জুড়ে গড়ে ওঠা মন্দিরটি দেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসেবে খ্যাত। মন্দিরটির দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট, প্রস্থ প্রায় ১৮০ ফুট, উচ্চতা প্রায় ৬০ ফুট। এর অভ্যন্তরে রয়েছে বর্ণিল কারুকার্যে খচিত ২৫টি গোলাকৃতি স্তম্ভ। কালো পাথরের তৈরি পূজার বেদী। প্রতি বছর সনাতন ধর্মালম্বী মানুষের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাড়াশ উপজেলা ছাড়াও অন্যান্য জেলার লোকজনও আসে অনুষ্ঠানে যোগ দিতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস