তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের বাজার সংলগ্ন গুল্টা রোমান ক্যাথলিক গীর্জা অবস্থিত। ১৯৮০ সালে এই গীর্জাটি প্রতিষ্ঠিত হয়। আদিবাসী অধ্যুষিত এই এলাকা্র খ্রিষ্টান সম্প্রদায়ের নিকট ইহা তীর্থভূমি হিসেবে খ্যাত। অসাধারণ শিল্পনৈপুন্যে ভরপুর দৃষ্টিনন্দন এই গীর্জাটি অত্র অঞ্চলের মানুষের গর্বের বস্তু। এর সেীন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।
যোগাযোগ: ফাদার বার্ণার্ড রোজারিও
ফোন: ০১৭১৫-১৬৯২০৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস