Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বট বৃক্ষ বস্তুল, তাড়াশ
বিস্তারিত

 

 

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের অন্তর্গত বস্তুল গ্রামে এই বটবৃক্ষের অবস্থান। প্রায় এক বিঘা আয়তন জুড়ে শাখা-প্রশাখা বিস্তৃত এই বটবৃক্ষ নিয়ে স্থানীয় বাসিন্দারা গর্ববোধ করেন। শতবর্ষী এই প্রাচীন বৃক্ষ দেখতে প্রতিদিন বহুদুর থেকে লোকজন এসে ভিড় করে। ছায়া সুনিবিড়, পাখ-পাখালি মুখরিত এই বৃক্ষ ভ্রমনপিয়াসিদের মনের রসদ জোগান দেয়। শীতকালে অতিথি পাখিদের এক নিরাপদ বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। গাছটি যেমন পথচারীদের ছায়া দেয় তেমনি বস্তুলের প্রাচীন বটবৃক্ষের সৌন্দর্য্য তাড়াশ উপজেলার আপরূপ দৃশ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে গুরুত্ববহন করে।